দুটি কথা
স্থানীয় সরকার হলো একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ন এক একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে দুই ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে-গ্রামীন বা রুরাল ও শহুর বা আরবান স্থানীয় সরকার। আমাদের দেশে আরবান সাইডে রয়েছে ১২ টি সিটি কর্পোরেশন এবং ৩৩০ টি পৌরসভা রয়েছে। রুরাল সাইডে রয়েছে ৪৫৫০ টি ইউনিয়ন পরিষদ, ৪৬০ টি উপজেলা পরিষদ এবং ৬১ টি জেলা পরিষদ। এ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে যেমন নির্বাচিত জনপ্রতিনিধিগণ দায়িত্ব পালন করেন তেমনি বিভিন্ন পদের কর্মকর্তা/ কর্মচারীগণও তাদের দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করেন। ২৫ বছরের ও অধিক সময়ে রুরাল ও আরবান দুই সেক্টরে নিবিড়ভাবে কাজ করে আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র প্রয়োজনীয় আইন কানুন আর বিধিবিধান না জানার কারনে সেবাদাতারা যেমন নিয়মের ভেতরে থেকে সেবা দিচ্ছেন না তেমনি সেবা গ্রহীতাগণও তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঢাকা জেলার এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর হিসেবে প্রায় ১০ বছর দায়িত্ব পালন কালে ইউনিয়ন পরিষদের উপর আমার ৪ টি বই প্রকাশ করি। তখন থেকেই মনে মনে প্রস্তুতি নিতে থাকি বাংলাদেশের সবগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন, বিধি, পরিপত্র, নির্দেশনা ইত্যাদির উপর একটি ওয়েবসাইট প্রকাশ করবো। যেখানে একছাতার নীচে সকল স্থানীয় সরকারের সকল বিধিবিধান খুজে পাওয়া যাবে। অথাৎ এটি হবে “Encyclopedia of Local Governments of Bangladesh”. এ ওয়েবসাইটের মাধ্যমে স্থানীয় সরকারের সাথে সম্পৃক্ত সকলেই উপকৃত হবেন আশা করি।
মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী